• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১৮:২২ অপরাহ্ণ
উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার কাছে যাত্রীবাহী একটি বিআরটিসি বাসে হঠাৎ আগুন লাগে। ধোঁয়া দেখে চালক দ্রুত বাস থামালে যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসচালক মো. শাহজালাল জানান, সকাল ১১টার দিকে বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। উজিরপুরের ইচলাদী টোল প্লাজার কাছে পৌঁছালে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখে যাত্রীরা চিৎকার শুরু করেন। তিনি তাৎক্ষণিক বাস থামিয়ে সবাইকে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
উজিরপুর ফায়ার সার্ভিস অফিসার আব্দুর রশিদ জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। আগুনের কারণ তদন্তে কাজ করছে কর্তৃপক্ষ।