• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৬:৪২ অপরাহ্ণ
গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সেন্টার পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি সাব–১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের ন্যায্য বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন, যা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক কভারেজ বিস্তারে ও সংযোগের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে কার্যকর সম্প্রসারণের মাধ্যমে নেটওয়ার্ক জ্যাম হ্রাস ও টেলিকম খাতে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। বাংলালিংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ডিজিটাল অন্তর্ভুক্তি প্রসারে প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন।
বাংলালিংকের প্রধান নির্বাহী ইওহান বুসে জানান, সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে। তিনি বলেন, “লো ব্যান্ড স্পেকট্রামের সুষম বণ্টন নিশ্চিত হলে বাংলাদেশে উন্নত নেটওয়ার্ক অভিজ্ঞতা ও ডিজিটাল সেবা আরও বিস্তৃত হবে। এটি গ্রামীণ ও শহুরে সংযোগের ব্যবধান কমিয়ে সত্যিকার অর্থে একটি সংযুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।”