• ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী হাদি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫, ১৭:২৭ অপরাহ্ণ
বিদ্রোহী কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিপ্লবী হাদি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজার নামাজ পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে শোকাবহ পরিবেশে মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। পরে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন স্থানে প্রস্তুত করা কবরে তাকে দাফন করা হয়। দাফনকালে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ, সাংবাদিক ও রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের একজন সম্মুখসারির সংগঠক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার তার মরদেহ দেশে আনা হয় এবং শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হয়।