• ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলমান রয়েছে

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৫, ১৮:১৭ অপরাহ্ণ
খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলমান রয়েছে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের মতে, তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদের যথেষ্ট কারণ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। তিনি জানান, বেগম খালেদা জিয়া নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসা তদারকিতে যুক্ত রয়েছেন।
ডা. জাহিদ আরও জানান, সিসিইউতে থাকার কারণে পরিবারের সদস্যরা সরাসরি তার পাশে থাকতে পারছেন না, তবে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলমান রয়েছে।