• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ বাধায় আটকাল ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ১৭:৫৯ অপরাহ্ণ
পুলিশ বাধায় আটকাল ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ সব হত্যাকাণ্ডের মূল আসামিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিতমার্চ টু ইন্ডিয়ান হাইকমিশনকর্মসূচি শুরুতেই পুলিশের বাধার মুখে পড়ে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার পর রামপুরা ব্রিজে জড়ো হন চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চাজুলাই ঐক্য’-এর কর্মীরা। এতে সাবেক সেনা কর্মকর্তা, ডাকসু, জাকসু নেতাসহ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা স্কুলের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতেই লং মার্চ এগোতে না পারায় জুলাই ঐক্যের সদস্যরা প্রগতী সরণিতে অবস্থান নেন। সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়া ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি তোলেন তারা।
জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের জানান, চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশে ষড়যন্ত্র চালাচ্ছে। খুনিদের আশ্রয় দেওয়া এবং ভারতের আধিপত্য বিস্তার নিয়ে আন্দোলন রুখতে হলে ধরনের পদক্ষেপ অপরিহার্য। আয়োজকরা জানান, ভারত সরকার এবং অন্তর্বর্তী সরকারের কাছে আলটিমেটাম দেওয়া হবে; খুনিদের ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায় নিতে হবে। এর আগে, ভারতীয় ভিসা সেন্টারও নিরাপত্তার কারণে বিকেল ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়।