• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে প্রতিবেশীদের পরামর্শ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ১৮:৪৫ অপরাহ্ণ
নির্বাচন নিয়ে প্রতিবেশীদের পরামর্শ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে আমাদের প্রতিবেশী দেশ থেকে কোনো পরামর্শ গ্রহণ করা হবে না। বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত সময়ে প্রহসনমূলক নির্বাচনের সময় ভারত কোনো মন্তব্য করেনি, তাই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের নির্দেশনা অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এই সরকার প্রথম দিন থেকেই নিশ্চিত করতে চায় যে ভোটাররা স্বাধীনভাবে এবং সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে।
তৌহিদ হোসেন জানান, ভারতের কিছু বক্তব্য এসেছে, তবে তা আমাদের কাছে প্রয়োজনীয় নয়। তিনি বলেন, গত ১৫ বছর ধরে ভারত তাদের সুবিধাজনক সরকারকে সমর্থন করেছিল, তখন নির্বাচনের মান নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। এখন যখন আমরা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আছি, তখনই তারা হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে বাংলাদেশ নিজেই জানে কীভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।
তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করার প্রসঙ্গেও মন্তব্য করেন। তৌহিদ হোসেন বলেন, আমরা তাদেরকে যা জানাতে চাই, তা তারা গ্রহণ করেনি, তাই দু’দেশের দূতদের তলব-পাল্টা তলব সাধারণ ঘটনা। এছাড়া, তিনি ভারতের পক্ষ থেকে আসা উসকানিমূলক বক্তব্য এবং প্রবাসী রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড নিয়েও সতর্কতা জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।