এই ঘটনার সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই নিতে হবে: মির্জা ফখরুল
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, আর এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শহীদ হাদির মৃত্যুতে জাতি যখন শোকাহত, ঠিক সেই সময় ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি বলেন, সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা ধ্বংসাত্মক তৎপরতায় জড়ায়, তারা দেশের শত্রু। এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি সরকারকে দায় এড়ানোর সুযোগ নেই বলেও সতর্ক করেন।
মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘদিন ধরে মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। হাদি একজন নির্বাচনী প্রার্থী ছিলেন এবং জনগণের কাছে গিয়েছিলেন এ দেশে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হাদির হত্যাকারীসহ সব ধরনের মব সন্ত্রাসের বিচার দাবি করেন। স্বৈরাচার পতনের পর সরকারের প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গঠন করা—এ কথা উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।