হাদিকে খুন করে গণতান্ত্রিক রূপান্তর থামানো যাবে না: মাহফুজ আলম
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হাদিকে খুন করে গণতান্ত্রিক রূপান্তর থামানো যাবে না বলে জানিয়েছেন সদ্য পদত্যাগকৃত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মাহফুজ আলম। এ সময় তিনি বলেন, আর কোনও ভুল করবো না। প্রথম দাবি হাদির খুনীদের ফেরত পাঠাতে হবে। এই দাবির ব্যপারে কোনও আপস নয়। ১৮ কোটি মানুষের সাথে আর কোনো তামাশা চলবে না। বাংলাদেশে ঢুকে যদি আপনারা আমাদের ঘুম হারাম করেন, তবে আপনারাও জেনে রাখুন, আপনারাও শান্তিতে ঘুমাতে পারবেন না। শহিদ হবার বাসনা নিয়েই মাঠে আছি।
মাহফুজ আলম আরও বলেন, ওসমান হাদিকে খুন করে গণতান্ত্রিক রূপান্তর থামানো যাবে না। সামনে নির্বাচন এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তর হবে। যারা নির্বাচিত হয়ে দেশের ক্ষমতায় আসবেন, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবেন। আমরা জানি আমাদের মৃত্যু অবধারিত। সব জেনেই মাঠে আছি৷ একজন হাদিকে গুলি করে দেশে ভয় আতঙ্ক ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল করার স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেয়া যাবে না বলেও জানান তিনি।