• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় স্বীকারোক্তি দিলেন গৃহকর্মী আয়েশা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫, ২০:৪৫ অপরাহ্ণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় স্বীকারোক্তি দিলেন গৃহকর্মী আয়েশা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম এর আবেদন অনুযায়ী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আয়েশার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আয়েশার স্বামী রাব্বি শিকদারও ১৫ ডিসেম্বর দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর বাদী আজিজুল ইসলামের বাসায় আয়েশা খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে যোগ দেন। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে থাকার সময় তার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে বাসায় ফিরে গলাকাটা অবস্থায় স্ত্রীকে মৃত অবস্থায় ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় পান। হাসপাতালে নেওয়ার পর মেয়ের মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৮ ডিসেম্বর সকালে ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বের হয়ে যান। ওই সময়ের মধ্যে মা-মেয়েকে হত্যা এবং বাসায় লুটপাট করা হয়। পুলিশ ওই দম্পতিকে ১০ ডিসেম্বর ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে গ্রেফতার করে এবং পরদিন তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্ত চলছে।