৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আসেনি কোন আনন্দবার্তা, কঠিন সংকটে বিএনপি
দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২০, ০৩:৪৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১ সেপ্টেম্বর। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী দলটির জন্য কোন আনন্দবার্তা নিয়ে আসেনি। বরং প্রতিষ্ঠার ৪২ বছরে এসে এক কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি গঠন করেন তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউর রহমান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত। তারেক রহমান লন্ডনে নির্বাসিত। একদিকে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার সম্ভবনা একেবারেই ক্ষীণ। তেমনই অনিশ্চিত, লন্ডন থেকে তারেক রহমানের দেশে আসার বিষয়টিও।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। দুর্নীতির দুই মামলায় (জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। দুই বছরের বেশি সময় কারাভোগের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে সাজা ৬ মাসের জন্য স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার। ২৪ সেপ্টেম্বর সাজার স্থগিতের মেয়াদ শেষ হবে।
বিএনপির সংকটের চিত্র ফুটে উঠেছে, দলটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের আনুষ্ঠানমালার মধ্যেও। দায়সারা কর্মসূচীর মধ্যে রয়েছে, বেলা ১১টায় জিয়াউর রহমানের কবরে দলের স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ। বেলা সাড়ে তিনটায় দলের শীর্ষ নেতারা ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশ নেবেন। এদিকে এনিয়ে তৃনমূলে তেমন কোন আয়োজন নেই।