• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের ফেরা নিয়ে যা বললেন ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১৫:০৮ অপরাহ্ণ
তারেক রহমানের ফেরা নিয়ে যা বললেন ফখরুল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল জানান, যখন পরিস্থিতি উপযুক্ত মনে হবে, তখনই তারেক রহমান দেশে ফিরবেন।
অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো মহলের রাজনৈতিক স্বার্থসিদ্ধির এজেন্ডা যেন সরকারের কর্মকৌশলের অংশ না হয়, তা নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই দেশের রাজনীতির চালিকাশক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ন রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ঐক্যের সংস্কৃতি রাজনৈতিক চর্চার অংশ হওয়া উচিত এবং কোনো অবস্থাতেই এতে বিভেদ সৃষ্টি করা যাবে না।
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদোত্তর রাষ্ট্রগঠনে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে এসেছে, যার ভিত্তি গড়ে দিয়েছে বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনা। এটি ২০২৩ সালের ১৩ জুলাই গণঅভ্যুত্থানের আগেই প্রস্তাবিত হয়েছিল। এখন গণতান্ত্রিক শক্তিগুলোর বৃহত্তর ঐক্যের মাধ্যমে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা জরুরি। সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হলে একটি নির্বাচিত সংসদই একমাত্র উপযুক্ত জায়গা। এর আগে বৃহস্পতিবার বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান, বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, ফলে তার দেশে ফেরার পথে আর কোনো আইনি বাধা নেই।