• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছেন: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৬:২৪ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছেন: ফখরুল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্বাচনী সময়সীমা নিয়ে বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে মন্তব্য করেছেন। তার মতে, প্রধান উপদেষ্টা ডিসেম্বরে শুরু থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের যে কথা বলেছেন, তা কোনো স্পষ্ট রোড ম্যাপ নয়। ফখরুল দাবি করেছেন, নির্বাচনের সঠিক পরিকল্পনা ও সময়সীমা ঘোষণার জন্য সরকারের পক্ষ থেকে এখনই একটি স্পষ্ট রোড ম্যাপ দেয়া উচিত। এই রোড ম্যাপের অভাব দেশের সংকট সমাধান করবে না বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। নির্বাচিত সরকারই পারে দেশের সংকট সমাধান করতে। বিএনপি জাতির স্বার্থে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নির্বাচনের কথা বলছে।” তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং সেই অনুযায়ী ঘোষণা দিতে হবে।”
মির্জা ফখরুল নির্বাচনী রোড ম্যাপের অভাবের পাশাপাশি প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করার বিষয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্বাধীনতার ইতিহাস এবং শহীদ জিয়াউর রহমানের নাম একবারও উল্লেখ করেননি, যা এক ধরনের ইতিহাস বিকৃতি।”