মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৪ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ (বুধবার) ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং সেখান থেকে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল।
এছাড়া ২৫ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। এতে দলের জাতীয় নেতাদের পাশাপাশি দেশবরেণ্য ব্যক্তিরাও বক্তব্য দেবেন। একইসঙ্গে সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা পর্যায়েও আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকেও স্বাধীনতা দিবস উপলক্ষে নিজস্ব কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলীয় নেতাকর্মীদের সব কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন রুহুল কবির রিজভী।