• ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সংস্কার নিয়ে মির্জা আব্বাসের খোলামেলা বক্তব্য

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ১৯:৩৮ অপরাহ্ণ
বিএনপির সংস্কার নিয়ে মির্জা আব্বাসের খোলামেলা বক্তব্য
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দলের ভেতরে দৃশ্যমান সংস্কার এখন সময়ের দাবি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দলীয় সংস্কারের জন্য বিএনপি আন্তরিকভাবে বিভিন্ন প্রস্তাব জমা দিয়েছে, এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পালা।
সোমবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, যা দেশ-বিদেশে নানা কৌশলে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। সচিবালয়সহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে ষড়যন্ত্রকারীরা সক্রিয়, তাদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন।’
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নানা ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, যা কোনোভাবেই দেশের কল্যাণে নয়। এই চক্রান্ত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’