নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে এবং তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৮ মার্চ) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকারকে নির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ করে নির্বাচনের ঘোষণা দিতে হবে, অন্যথায় জনগণের আন্দোলন আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার হরণ করেই সরকার ক্ষমতায় টিকে আছে, এজন্যই জুলাই আন্দোলন হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে জনগণের ক্ষোভ থাকত না। সরকার ভোটে নির্বাচিত না হলেও তারা ক্ষমতায় থাকার জন্য নানা নাটক করছে বলে মন্তব্য করেন রিজভী।
অন্যদিকে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, একটি মহল আদালতের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি করছে। তিনি বলেন, “আমি ন্যায়বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলাম এবং আইনিভাবে ন্যায়বিচার পেয়েছি। এ রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে।”