• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার বিএনপির সংস্কার প্রস্তাব দাখিল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১৫:১৭ অপরাহ্ণ
রোববার বিএনপির সংস্কার প্রস্তাব দাখিল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি তাদের সংস্কার প্রস্তাব আগামীকাল (২৩ মার্চ) ঐকমত্য কমিশনে জমা দেবে। শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির পর্যবেক্ষণ প্রতিবেদন চীফ অ্যাডভাইজারের কাছে পাঠানো হবে।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। বিএনপির ৩১ দফা গণতান্ত্রিক সংস্কারের ভিত্তিতেই সংস্কার কমিশনের প্রতিবেদনে নানা মতামত উঠে এসেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই সংস্কারগুলো সাংবিধানিক ও আইনি ভিত্তি পাওয়ার জন্য নির্বাচিত সংসদই একমাত্র যথাযথ ফোরাম। তিনি আরও বলেন, বিদ্যমান জাতীয় ঐক্যই এই দেশের ভবিষ্যৎ পথচলার চালিকাশক্তি। তাই এই ঐক্য ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এটি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচন ও সংস্কার পাশাপাশি এগিয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি “সংস্কার সনদ” তৈরি করা হলে, নির্বাচিত সরকার পরবর্তী সময়ে তা বাস্তবায়ন করবে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। জনস্বার্থে টেকসই সংস্কারের জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকারই কার্যকর ব্যবস্থা নিতে পারবে বলে তিনি মনে করেন।