• ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা একবারই আসে: মির্জা আব্বাস

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৬:০৯ অপরাহ্ণ
স্বাধীনতা একবারই আসে: মির্জা আব্বাস
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “দ্বিতীয় স্বাধীনতা” বলে কিছু নেই। যারা এমন কথা বলেন, তারা প্রকৃত স্বাধীনতার গুরুত্ব কমিয়ে দেখাতে চান। স্বাধীনতার চেতনা বিকৃত করার এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস আরও বলেন, স্বাধীনতার লড়াই একবারই হয়, সেটিকে দ্বিতীয়বার আনার প্রশ্নই ওঠে না। যারা এ ধরনের বিভ্রান্তিকর কথা বলেন, তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না বলেই আজ ইতিহাস বিকৃত করার চেষ্টা করছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মন্তব্য করেন, একাত্তরে দেশ স্বাধীন হলেও পরে স্বাধীনতার আদর্শ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার করতেই ২০২৪ সালের আন্দোলন হয়েছে। অন্যদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, জাতীয় স্বার্থে দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত গড়ে তুলতে হবে।