• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শবে কদরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৬:১২ অপরাহ্ণ
শবে কদরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র শবে কদরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তারেক রহমান লিখেন, “লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত, যার তাৎপর্য অপরিসীম। এই রাতে নাজিল হয়েছিল আল-কোরআন, যা সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হিসেবে এসেছে। রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করেন, আর শবে কদরের রাতে আল্লাহর অসীম রহমত লাভের জন্য ইবাদতে মশগুল থাকেন।”
দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “শবে কদরের এই পবিত্র রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও দোয়ায় রত থেকে আমরা যেন আল্লাহর অশেষ করুণা অর্জন করতে পারি। মহান রাব্বুল আলামিন আমাদের ওপর শান্তি ও কল্যাণ বর্ষণ করুন।”