দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন” প্রসঙ্গকে অস্পষ্ট মন্তব্য হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে এ ধরনের অস্পষ্ট বক্তব্য সংকট নিরসনে কোনো ভূমিকা রাখবে না। বিএনপি বরাবরই একটি স্পষ্ট রোডম্যাপ দাবি করে আসছে, কিন্তু সরকার তা দিচ্ছে না। বুধবার (২৬ মার্চ) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই নির্বাচনের কথা বলছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেবে। বিএনপি নেতারা এদিন শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানান। দলীয় নেতারা দলে দলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পরে মিলাদ মাহফিলে অংশ নেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল আরও বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) যে ভাষণে নির্বাচন সংক্রান্ত কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা দেননি, তা দুঃখজনক। এছাড়া, মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানও উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব দাবি করেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় পিছিয়ে আছে এবং আওয়ামী লীগ আবারও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।