• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কবরস্থানে কঙ্কালের সঙ্গে নারীর নাচ ভাইরাল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১, ১৮:৩০ অপরাহ্ণ
কবরস্থানে কঙ্কালের সঙ্গে নারীর নাচ ভাইরাল
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

কবরস্থানে সন্ন্যাসিনীর পোশাক পরিধান করা এক মহিলার দুটি কঙ্কালের সঙ্গে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে।

এমন হিম শীতল করা ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার শহরের হাল কবরস্থানে। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের।

কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরা-বন্দি করে নেট-মাধ্যমে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় প্রথমে একটি নরকঙ্কালের সঙ্গে নাচছেন ওই মহিলা। এর কিছুক্ষণ পরেই একটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে শুরু করেন তিনি।

নেট-মাধ্যমে এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কবরস্থানের বাইরে ভিড় জমান অনেকে। পরে জানা যায়, আসল কঙ্কাল নিয়ে নাচেনই ওই নারী। কঙ্কালগুলি তৈরি করা হয়েছে। তিনি সত্যিকারের সন্ন্যাসিনী নন বলেও জানান ভিডিও ধারণকারী ওই ব্যক্তি।

১৮৪৭ সালে তৈরি হয়েছিল হাল জেনারেল সিমেট্রি। ১৯৭২ সালে কবরস্থানটি বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থান এটি। সূত্র: আনন্দবাজার পত্রিকা