‘সারপ্রাইজ’ হিসেবে রোববার(১২সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় অর্থাৎ ১৩ সেপ্টেম্বরের শুরুতেই ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে করেছেন তার বন্ধু-প্রেমিক কামরুজ্জামান সরকার রাকিবকে। এটি মাহি-রকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে।
মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলেও রকিবের রয়েছে দুইটি সন্তান। আর সব জেনেই নতুন সংসারে সন্তানদের দায়িত্ব নিয়েছেন মাহি। মাহির সদ্য বিবাহিত স্বামী রকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রী উর্মি সরকারের ডিভোর্স হয়েছে কিনা সেটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।