• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৯:৪২ অপরাহ্ণ
করোনায় আরও ৩১ জনের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৬৮ জনের। এবং শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। একই সময়ে রোগী শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭ হাজার ১৪১ জনের। পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।