Home লাইফস্টাইল যে কারণে কাঁঠালের হাজারো গুণ

যে কারণে কাঁঠালের হাজারো গুণ

স্বাস্থ্য ডেস্ক:

ফলের বাজার এখন কাঁঠালের ঘ্রাণে মাখামাখি। মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁঠালের মধ্যে। এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতো এই কাঁঠাল। কাঁঠালে বেশ কিছু উপাদান আছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।

পুষ্টিবিদরা বলছেন, কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১, বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায়। এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল।

চলুন এবার জেনে নেয়া যাক কাঁঠালের উপকারিতা সম্পর্কে-

>> কার্বোহাইড্রেট এবং ক্যালোরি সমৃদ্ধ কাঁঠাল ফলটি যে কোনো মানুষের কর্মশক্তি বাড়ায়। এছাড়া এতে আছে সুক্রোজ ও ফ্রুক্টজ, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। কাঁঠালে কোলেস্টেরল নেই বলে যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য ফলটি একেবারেই নিরাপদ।

>> প্রচুর পটাশিয়াম সমৃদ্ধ কাঁঠাল শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে। ফলে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কাঁঠাল খেয়ে পরখ করতে পারেন, কাঁঠাল রক্তচাপ কমাতে সাহায্য করে। একই সঙ্গে স্ট্রোক ও হার্ট এটাকের ঝুঁকিও কমিয়ে দেয়।

>> চোখের সমস্যায় ভুগলে একটু বেশি করে কাঁঠাল খান। কারণ কাঁঠালে আছে ভিটামিন-এ। এছাড়া ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের রেটিনাকে সুস্থ ও সবল রাখে।

>> কাঁঠালে আছে ভিটামিন এ, সি, ই, কে এবং ভিটামিন বি-৬। এছাড়া ফলটিতে থাকা কপার, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম মানব শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে। সুতরাং যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নির্দ্বিধায় কাঁঠাল খেতে পারেন।

>> কাঁঠালে থাকা ক্যালশিয়াম হাড়ের গঠন সুদৃঢ় করতে ভূমিকা রাখে। তাই হাড় মজবুতে কাঁঠালের শরণাপন্ন হতে পারেন। সূত্র: ডেইলি বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তীব্র মাথাব্যথায় ঘুমের ওষুধ খেয়ে তরুণীর চিরনিদ্রা

দখিনের সময় ডেস্ক: তীব্র মাথাব্যথায় রাজধানীর হাজারীবাগ বটতলা মাজারের একটি বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সোমা দে (২৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত সোমা...

মনিরুলের কক্ষ থেকে ২৫ কোটি টাকা গায়েব, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: শেখ হাসিনা সরকারের আমলের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা গায়েব হয়েছে...

বাছুরের গলায় মালা, গায়ে শাল জড়িয়ে চুমু খেলেন মোদি

দখিনের সময় ডেস্ক: নতুন একটি বাছুরের জন্ম হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে। সেই বাছুরের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন তিনি। আজ শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে...

কারখানা মালিকদের হুঁশিয়ারি দিলেন শিল্প উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ রাখলে, মালিককে মনে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান।আজ শনিবার বাংলাদেশ...

Recent Comments