• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাকে নিয়ে বিশ্বখ্যাত উক্তি

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
মাকে নিয়ে বিশ্বখ্যাত উক্তি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা বিশ্বব্যাপী এক অভিন্ন অনুভূতি। টমাস আলভা এডিসনের মত মহান বিজ্ঞানী তার সফলতার মূল কারণ হিসেবে মায়ের প্রেরণাকে মনে করেছেন। মা ছাড়া যে জীবন কল্পনাও করা যায় না, সেই অনুভূতি সবার হৃদয়ে গভীরভাবে রয়ে যায়। মা শুধু সন্তান জন্ম দেন না, তাকে আদর্শ, শিক্ষা, ও নৈতিকতার পথে পরিচালিত করেন, যা তাকে জীবনে সফল ও মহান ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। এভাবে বিশ্বের বিভিন্ন মহাপুরুষেরা তাদের জীবনে মায়ের গুরুত্ব বর্ণনা করেছেন এবং মায়ের ওপর তাদের অগাধ বিশ্বাস প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, রাজনৈতিক নেতা, সঙ্গীতজ্ঞ, ও লেখকরা তাদের জীবনে মায়ের অবদান সম্পর্কে অগণিত সুন্দর উক্তি রেখে গেছেন। যেমন, লিংকন বলেছিলেন, “যার মা আছে সে কখনো গরিব নয়,” আর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন তার জীবনের সকল অর্জনকে মায়ের শিক্ষা ও নৈতিকতার ফল হিসেবে দেখেছেন। একদিকে, মাইকেল জ্যাকসন যেমন বলেছেন, “আমার মা বিস্ময়কর এবং আমার কাছে উৎকৃষ্টের আরেক নাম,” তেমনি মায়ের ভালোবাসা যেন একটি অপ্রতিরোধ্য শক্তি, যা সারাজীবন ধরে আমাদেরকে রক্ষা করে। জোয়ান হেরিসের মতে, “সন্তানরা ধারালো চাকুর মতো, তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়, কিন্তু মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সঙ্গে থাকে।”
মায়ের প্রতি শ্রদ্ধার সাথে এমন অসংখ্য উক্তি রয়েছে যা মানুষের মনে চিরকালীন প্রভাব ফেলে। জর্জ এলিয়ট বলেছেন, “চোখ খুলে মমতাময়ী মায়ের মুখটির প্রেমে পড়ার মধ্য দিয়েই শুরু হয় জীবন,” যা মায়ের অবদানকে আরও একধাপ উচ্চতায় নিয়ে যায়। হুমায়ূন আহমেদ মায়ের ভালোবাসাকে পৃথিবীর একমাত্র ব্যাংক হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সব দুঃখ কষ্ট জমা রেখে বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা পাওয়া যায়। এসব উক্তি আমাদের মনে করিয়ে দেয়, মায়ের ভালোবাসা ও প্রভাব জীবনের অমূল্য রত্ন।