• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসার-খেকো ভাইরাস আসছে, টিউমার কোষগুলোকে গপাগপ করে গিলে ফেলবে

দখিনের সময়
প্রকাশিত জুন ৮, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ
ক্যানসার-খেকো ভাইরাস আসছে, টিউমার কোষগুলোকে গপাগপ করে গিলে ফেলবে
সংবাদটি শেয়ার করুন...

স্বাস্থ্য ডেস্ক:

জিনের গঠন বিন্যাস বদলে এমন ক্যানসার-খেকো ভাইরাস বানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিটি অব হোপ হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের গবেষকরা। দি ওয়াল

ভাইরাসটি টিউমার কোষ দেখলেই তেড়ে গিয়ে গপ করে গিলে ফেলবে। শরীরকেও ক্যানসার প্রতিরোধী রক্ষাকবচ তৈরি করতে উস্কানি দেবে। এই ভাইরাস মানুষের ক্ষতি করবে না। তবে শরীরে ঢুকে ক্যানসার আক্রান্ত কোষগুলোকে ছিন্নভিন্ন করবে।

ভাইরাসটি আসলে এক ধরনের ওষুধ। পক্স ভাইরাসের জেনেটিক বদল ঘটিয়ে এই ধরনের ওষুধ তৈরি করেছেন অধ্যাপক ইউমান ফং। ভাইরাসের নাম সিএফ ৩৩। একধরনের অনকোলাইটিক ভাইরাস ল্যাবরেটরিতে বৈজ্ঞানিক উপায়ে তৈরি।