স্টাফ রিপোর্টার
কথা থাকলেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে দর্শনার্থীদের পাস ইস্যু বুধবার(১০ মার্চ শুরু হয়নি। ফলে অনেকে বিড়ম্বনার শিকার হয়েছেন। ৮ মার্চ এক পত্রে বলা হয়েছিলো, দর্শনার্থীরা সীমিত আকারে ১০ মার্চ বুধবার থেকে সচিবালয়ে প্রবেশের সুযোগ পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। কিন্তু এ পত্রের বাস্তবায়ন দেখা যায়নি।
উল্রেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দর্শনার্থী প্রবেশেরে পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো। ৮ মার্চ স্ববরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের নামে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরা দৈনিক ১০টি পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়াও সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দৈনিক ৩ টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবরা তাদের দফতরে কাজের জন্য আসা দর্শনার্থীদের ক্ষেত্রে দৈনিক ৫টি করে পাস ইস্যু করতে পারবেন। যা বুধবার ১০ মার্চ থেকে শুরু হবার কতঅ ছিলো। বাস্তবে যা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজী হননি।