• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ, কেজি ছাড়িয়েছে ৫০ টাকা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২১, ১৪:৫৫ অপরাহ্ণ
আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ, কেজি ছাড়িয়েছে ৫০ টাকা
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকা হয়েছে দেশি পেঁয়াজের দর। কোন কোন বাজরে বিক্রি হচ্চে আরো বেীশ দামে। এদিকে কিছু দিন থেকেই চড়া সয়াবিনতেল, চিনি আটার দামও। নিত্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা।

বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৫/৬৮ টাকা কেজি। এছাড়া সয়াবিন তেল বাজার ও দোকান ভেদে ১২৫/১২৮ টাকা কেজি। দরে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। নিত্যপণ্যের এমন চড়া দামে ক্রেতা পড়েছেন বিপাকে। উল্রেখ্য, আর মাত্র এক মাস পর শুরু হচ্ছে পবিত্র রমজান। পবিত্র এ মাসে বহুগুণ বেড়ে যায় পেঁয়াজসহ অন্যান্য পন্যের চাহিদা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পন্য মুল্য ও ভোক্তা অন্তোষ।

এদিকে, আগের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। দেশি মিনিকেট পাইকারি বিক্রি হচ্ছে বাজার ও মানভেদে ৬১/৬৫ টাকা কেজি। তার বিপরীতে ভারতীয় মিনিকেট ৫৮/৫৯ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, আমদানি চালের সঙ্গে দেশি চালের পার্থক্য কম থাকায় ক্রেতার নজর কাটতে পারছে না এসব চাল।