• ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পেঁয়াজের মূল্য না কমলে আমদানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৮:০১ অপরাহ্ণ
পেঁয়াজের মূল্য না কমলে আমদানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত স্তরে না নামলে আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “স্থানীয় বাজারে পেঁয়াজের দাম যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং সহনীয় পর্যায়ে না আসে, তবে আমদানির ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই পেঁয়াজ আমদানি করার জন্য ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। আগামী ৪–৫ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না এলে অনুমোদন ইস্যু করা হবে।
বাণিজ্য উপদেষ্টা হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০–৫০ টাকা বৃদ্ধি পাওয়াকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর (২০২৫-২৬) জুলাই থেকে অক্টোবর মাসে দেশে ১৩ হাজার টন পেঁয়াজ এসেছে। তুলনায় গত অর্থবছরে (২০২৪-২৫) একই সময়ে আমদানি হয়েছিল ২ লাখ ৪৬ হাজার টন, যা চলতি বছরের তুলনায় অনেক বেশি।