• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা মাশুলে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে বিকাশ–রকেট–নগদে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৫, ২০২১, ০২:২৮ পূর্বাহ্ণ
বিনা মাশুলে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে বিকাশ–রকেট–নগদে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স :

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলাচলে বিধিনিষেধ আরোপ করায় মোবাইল ব্যাংকিং লেনদেনে সীমা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে গ্রাহককে কোনো মাশুল দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যক্তি হতে ব্যক্তি (পি-টু-পি) প্রতি মাসে ২ লাখ টাকা লেনদেন করা যাবে, আগে যা ছিল ৭৫ হাজার টাকা। এর মধ্যে পি-টু-পিতে প্রতি মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল আদায় করা যাবে না। তবে প্রতিবার লেনদেনে সর্বোচ্চ সীমা হবে ১০ হাজার টাকা।

সার্বক্ষণিক চালু রাখতে হবে ইন্টারনেট ব্যাংকিং সেবা। এ ছাড়া এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখতে হবে ও নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করতে হবে।