বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মার্চ মাসের জন্য এলপিজি সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান। তার মতে, ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছে, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এছাড়া, অন্যান্য সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে। ৫.৫ কেজি সিলিন্ডারটির দাম হবে ৬৬৪ টাকা, ১২.৫ কেজির দাম ১ হাজার ৫১০ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৮১২ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৯৩৩ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ১৭৫ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪১৬ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৬৫৮ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ২০ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৬২৪ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৯৮৭ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ২২৮ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৪৩৬ টাকা।
বিইআরসি জানায়, এলপিজির দাম প্রতি মাসে সৌদি আরবের আরামকো প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত সৌদি কার্গো মূল্য (সিপি) অনুযায়ী সমন্বিত করা হয়। আমদানিকারক কোম্পানির চালান মূল্য থেকে গড়ে মাসের ডলারের দাম হিসাব করে দাম নির্ধারণ করা হয়। জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৫৯ টাকা, এবং ফেব্রুয়ারিতে তা বেড়ে ১ হাজার ৪৭৮ টাকা হয়েছিল। তবে মার্চে দাম কমানোর মাধ্যমে সাধারণ জনগণের উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।