• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান শাহনাজ, সিইও সিমিন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৭, ২০২০, ০৬:১০ পূর্বাহ্ণ
ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান শাহনাজ, সিইও সিমিন
সংবাদটি শেয়ার করুন...

এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন লতিফুর রহমান-শাহনাজ রহমান দম্পতির মেয়ে গ্রুপের আরেক পরিচালক সিমিন রহমান। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নির্বাহী সদস্যও তিনি।

রবিবার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রান্সকম লিমিটেড। গ্রুপের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাঁরা এ দায়িত্ব পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কম্পানি ও সহযোগী কম্পানির পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্বও পালন করবেন সিমিন রহমান। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের এমডির দায়িত্ব পালনের পাশাপাশি গ্রুপের অন্যান্য কম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ট্রান্সকমের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গ্রুপের পরিচালনা পর্ষদ সম্প্রতি শাহনাজ রহমানকে গ্রুপের চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। গ্রুপের সব সহযোগী কম্পানিরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। স্বেচ্ছায় পদত্যাগের আগ পর্যন্ত দুজনই তাঁদের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয় ঘোষণায়।