• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ১৭:২১ অপরাহ্ণ
পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন সংযোজন হিসেবে রিয়েলমি নিয়ে এসেছে তাদের সর্বাধুনিক ডিভাইস রিয়েলমি সি৮৫ প্রো। ওয়াটারপ্রুফ প্রযুক্তিতে ক্যাটাগরির সবচেয়ে উন্নত এই ফোনটি টানা ৬০ দিন পর্যন্ত পানির নিচেও সচল থাকতে সক্ষম। ‘রিয়েলমি সি৭৫’-এর সাফল্যের ধারাবাহিকতায় এই মডেলটি নিয়ে এসেছে আরও বেশি টেকসই ও উদ্ভাবনী ফিচার। ক্রেতারা ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশের সব রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে প্রি-বুক করতে পারবেন। প্রি-বুকিংয়ে থাকছে এক্সক্লুসিভ রিয়েলমি ব্যাগ, বাংলালিংক অফার ও আকর্ষণীয় উপহার।
রিয়েলমি সি৮৫ প্রো-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে বৃষ্টি, ধুলাবালি কিংবা দুর্ঘটনাজনিত পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি থেকেও সুরক্ষা দেয়। এতে ব্যবহৃত ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি দিনভর গেমিং, স্ট্রিমিং ও অফিস কাজের জন্য নির্ভরযোগ্য ব্যাকআপ দেয়। আরও রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা, যা অন্য ডিভাইস চার্জ করতেও সক্ষম—এক কথায় ‘সবসময় প্রস্তুত এক সঙ্গী’।
পারফরম্যান্স ও স্টাইলের ক্ষেত্রেও রিয়েলমি ছাড় দেয়নি। ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, যার ৪০০০ নিটস পিক ব্রাইটনেস সূর্যের আলোতেও ঝকঝকে ভিজ্যুয়াল প্রদান করে। স্ন্যাপড্রাগন প্রসেসর ও উন্নত এআই অপটিমাইজেশনের ফলে গেমিং, মাল্টিটাস্কিং ও ফটোগ্রাফিতে পাওয়া যায় স্মুথ অভিজ্ঞতা। ফোনটি পাওয়া যাবে দুই রঙে—‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’। তিনটি ভ্যারিয়েন্টে এর দাম নির্ধারণ করা হয়েছে—৬/১২৮ জিবি ২০,৯৯৯ টাকা, ৮/১২৮ জিবি ২২,৯৯৯ টাকা এবং ৮/২৫৬ জিবি ২৪,৯৯৯ টাকা।