• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

হ্যান্ডসেট শিল্পে শৃঙ্খলা ফেরাতে আসছে NEIR

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
হ্যান্ডসেট শিল্পে শৃঙ্খলা ফেরাতে আসছে NEIR
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের যাত্রা শুরু হয়, আর বর্তমানে দেশি-বিদেশি মিলে প্রায় ১৭টি কারখানায় উৎপাদন চলছে। এই খাতে প্রায় ২,৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে এবং প্রায় এক লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উৎপাদন খাতের সঙ্গে সংযুক্ত প্যাকেজিং, চার্জার, ব্যাটারি ও কেবলসহ অন্যান্য উপখাতেও প্রায় ১,৫০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। কিন্তু শিল্পের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছে অবৈধ বা “গ্রে” হ্যান্ডসেটের বাজার, যা বর্তমানে দেশের মোট মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশ দখল করে আছে। এর ফলে বৈধ উদ্যোক্তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে পড়ছে এবং সরকার বছরে প্রায় ২,০০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
এই সংকট মোকাবিলায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত বা নিবন্ধনবিহীন ফোন দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। কিছু অসাধু ব্যবসায়ী গোষ্ঠী NEIR–এর বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে বাস্তবে এটি ভোক্তার সুরক্ষা ও বৈধ ব্যবসার স্বার্থ রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। বিটিআরসি ইতোমধ্যে প্রক্রিয়াটি সহজ ও ভোগান্তিমুক্ত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে, যাতে সাধারণ গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়াই তাদের ফোন নিবন্ধন করতে পারেন।
NEIR বাস্তবায়নের মাধ্যমে শুধু রাজস্ব বৃদ্ধি নয়, বরং বাজারে শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ প্রতিষ্ঠিত হবে। বৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীরা পাবেন নিরাপদ নেটওয়ার্ক, অফিশিয়াল ওয়ারেন্টি, সফটওয়্যার আপডেট ও হারানো ফোন ট্র্যাক করার সুবিধা। সরকারও এর মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করবে, যা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজে লাগবে। এখন সময় এসেছে অবৈধ “গ্রে মার্কেট”-এর পরিবর্তে বৈধ ও ন্যায্য বাজার ব্যবস্থাকে সমর্থন করার — যাতে বাংলাদেশের হ্যান্ডসেট শিল্প টেকসই উন্নয়নের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে।