• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আরও কমল দেশের রিজার্ভ

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩, ২২:২৩ অপরাহ্ণ
আরও কমল দেশের রিজার্ভ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজেদের হিসাবও প্রকাশ করেছে। এ দুই হিসাবমতে, গত সপ্তাহের তুলনায় রিজার্ভ কিছুটা কমেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ হিসাব প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবারের তারিখ দিয়ে আজ এটি প্রকাশ করা হয়। আইএমএফের হিসাব মতে, বর্তমানে দেশের খরচ করার মতো রিজার্ভ রয়েছে ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩১১ কোটি ৪০ লাখ ডলার। এক সপ্তাহ আগে ছিল ২৩ দশমিক ২৬ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩২৬ কোটি ডলারের কিছু বেশি। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ১৫ কোটি ডলার।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৩৮ কোটি ২২ লাখ ৮০ হাজার ডলার। যা গত সপ্তাহে ছিল ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলার।
আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের যে রিজার্ভ আছে তা দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে গত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।