• ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আবারও হতাশা, মুখথুবড়ে পড়েছে লেনদেন

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ণ
শেয়ারবাজারে আবারও হতাশা, মুখথুবড়ে পড়েছে লেনদেন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের শেয়ারবাজার নিয়ে আবারও হতাশা ভর করেছে বিনিয়োগকারীদের মধ্যে। ফলে সব শ্রেণির বিনিয়োগকারীর মধ্যেই এখন শেয়ার বিক্রির প্রবণতা বেড়েছে। তবে শেয়ারের দাম সর্বনিম্ন স্তরে (ফ্লোর প্রাইসে) আটকে থাকায় তারা শেয়ার বিক্রি করতে পারছেন না। ফলে গত কয়েক দিনে লেনদেন তলানিতে নেমেছে।
এদিকে বিক্রির চাপে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন ঘটছে। গতকাল বৃহস্পতিবারও পাঁচ দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।  জানা গেছে, সংকট উত্তরণে বাণিজ্যিক ব্যাংক ও মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ বৃদ্ধির সিদ্ধান্ত এবং মিউচুয়াল ফান্ডের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বন্ড মার্কেট জনপ্রিয় করা এবং এর প্রতিবন্ধকতাগুলো নিয়েও আলোচনা হয়েছে। পুঁজিবারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক মন্দাভাব বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও হতাশা তৈরি করেছে। এ কারণে তারা আরও লোকসানের ভয়ে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এভাবে বিক্রির চাপ বৃদ্ধি পাওয়ায় বাজারে ক্রেতাসংকট দেখা দিয়েছে। অন্যদিকে নতুন করে কেউ বিনিয়োগে আসছেন না।
বিশেষজ্ঞরা জানান, নানা কারণে পুঁজিবাজার এ গতিহীনতা চলছে। ফলে তারল্য সংকট দেখা দিয়েছে বাজারে। জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ব্যাংক খাতের নাজুক অবস্থা, সামষ্টিক অর্থনীতির ঝুঁকি ইত্যাদি কারণে বিনিয়োগকারীদের মধ্যে বিরাজ করছে তীব্র উদ্বেগ। নানামুখী গুজব এ উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। পুঁজিবাজারের বাতাসে রীতিমতো গুজব ভেসে বেড়াচ্ছে, যাতে বিনিয়োগকারীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। এরই অনিবার্য পরিণতি হচ্ছে লেনদেন তলানিতে নামা।