• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে “আই ওয়াই সি এম” এর ঈদ বাজার বিতরণ

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২১, ০৪:৩০ পূর্বাহ্ণ
বরিশালে “আই ওয়াই সি এম” এর ঈদ বাজার বিতরণ
সংবাদটি শেয়ার করুন...

কাজী হাফিজ ।।

উৎসব প্রিয় বাঙালির জীবনে ঈদ এক অপার আনন্দের ধারা বয়ে নিয়ে আসে। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষ শুধুমাত্র অর্থাভাবে এই আনন্দ ধারা থেকে বঞ্চিত। অনেক পরিবার আছে যাদের জন্য ঈদের দিনটায় নতুন পোশাক তো দূরে থাক একবেলা ভালো খাবারের আয়োজন করাটা কষ্টসাধ্য ।

তাই ঈদের আনন্দ ভাগ করে নিতে গতকাল সোমবার (১০ মে)  বিকাল ০৪ টায় “ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার” (আই ওয়াই সি এম)  বরিশাল জেলা শাখা থেকে “সন্তুষ্টি” নামক প্রজেক্টের আয়োজন করেছে। এর মাধ্যমে বরিশাল জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে ০৫ টি আর্থিকভাবে অসচ্ছল  ক্লিনিক পরিচ্ছন্নতাকর্মীর পরিবার ও ১৫ টি  হতদরিদ্র  পরিবারের  হাতে  পোলাওয়ের  চাল, ডাল, সেমাই, নুডুলস , দুধ, তেল, পিয়াজ, রসুন , আদা, জিরা,গরম মসলা ,হলুদ, মরিচ, আলু ,লবন, চিনি, সাবান এবং মুরগি সমৃদ্ধ ঈদ বাজার প্রদান করে। ঈদ বাজার প্রাপ্ত আব্দুর রাজ্জাক (২০) বলেন , “এই ঈদ বাজার পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। করোনার কারনে আয় আরও কমেছে তবে ঈদ বাজার পাওয়ায়  আমাদের ঈদে অনাহারে কিংবা অর্ধআহারে যাবে না। আমরা পরিবারের সকলে মিলে সুন্দর ভাবে ঈদ উদযাপন করতে পারবো।”

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার ( আই ওয়াই সি এম)  এর বরিশাল জেলা শাখা সহ – সভাপতি মোর্শেদ হাসান বলেন, ” ইনশাআল্লাহ আগামীতেও আমাদের ঈদ প্রচেষ্টা অব্যাহত রাখবো। আশা রাখি এবারের ন্যায় আগামীতেও সমাজের সর্বস্তরের মানুষ এই সুবিধাবঞ্চিত পরিবার গুলির মুখে হাসি ফোটাতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।”

বরিশাল জেলা শাখার  সভাপতি মোঃ কামরুল হাসান (হিমু)  বলেন, “ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার ( আই ওয়াই সি এম)”, প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকে  স্যাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এস ডি জি)  অর্জনে কাজ করে আসছে।তাই ক্ষুধামুক্ত সমাজ গড়তে ও সর্বস্তরের মানুষের মাঝে ঈদ আনন্দ পৌঁছে দিতে বিগত বছরের ন্যায় এবছরও আমারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ বাজার বিতরণ করেছি।আমাদের এই  সামান্য উপহার পেয়ে তাদের মুখে যে হাসি ফুটেছে তা আমাদের কাছে অমূল্য।তাদের এই অমূল্য হাসিমুখ আমাদেরকে নতুন উদ্যমে কাজ করার উৎসাহ যোগায় । এই ঈদ বাজার বিতরণে অনেক মহান হৃদয়ের মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের মতন সমাজের সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে আমরা সমাজকে সাম্যের ঈদ উপহার দিতে পারবো।”