Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিমের 'আম স্টোর'

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিমের ‘আম স্টোর’

ফারহানা ইয়াসমিন, অতিথি প্রতিবেদক:

জোষ্ঠ্য মাস এলেই চারদিকে আম, কাঁঠালের রমরমা শুরু হয়ে যায় ।  এবারের জোষ্ঠ্য মাসকে প্রানবন্ত করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী  (সেশন ২০২০-২১) শাহরুল ইসলাম তামিম শুরু করেছেন আমের ব্যবসা ।  তার বাড়ি মেহেরপুর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে ।  সকলেরই জানা আছে, মেহেরপুরে নানান জাতের আম বগান আছে ।  সেরকম তামিমদেরও আছে ।  তাদের নিজেস্ব কিছু আম বাগান আছে ।  একই সাথে কয়েকটি বাগান কিনেছেন ।  সেখান থেকে তিনি সর্বোচ্চ সাইজের এবং সুমিষ্ট আম সারাদেশে সরবরাহ করছেন ।

গত ২৩ মে থেকে তিনি ক্যাম্পাসের সামনে স্টল দিয়ে আম বিক্রি করা শুরু করেন । স্টলটি ক্যাম্পাস সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশ্বে ।  তার স্টলের নাম: মিজান- তামিম আম স্টোর । মিজান, তার হলের জুনিয়র । মূলত জুনিয়র এবং বন্ধুদের সহায়তায় তামিম আমের ব্যবসা শুরু করেন । তার কাছে আপাতত হিমসাগর আম পাওয়া যাচ্ছে ।  প্রতি কেজি  ৭০-৭৫ টাকা । এত সুলভ মূল্যে এই আম বরিশালে পাওয়া প্রায় অসম্ভব । প্রতিদিনই ২০০-৩০০ কেজি আম বিক্রি করছেন তামিম ।
তামিম জানিয়েছেন, সে অনেক ছোটবেলা থেকেই পারিবারিক ভাবে এই আম ব্যাবসার সাথে জড়িত ।  কিন্তু সে নিজে স্টল দিয়ে কখনো এরকমভাবে ব্যাবসা করে নি ।  এবারই প্রথম স্টল দিয়ে ব্যবসা শুরু করেন । তামিম আরও জানিয়েছেন,  একজন নবীন আম উদ্যোক্তা হিসাবে তার লাভ আলহামদুলিল্লাহ, সন্তোষজনক হচ্ছে । উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সারাদেশে কুরিয়ার যোগে আমের সরবরাহ করছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরগুনায় এসএসসি ব্যাচ ২০০৬ এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

দখিনের সময় ডেস্ক: টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারাদেশে তীব্র তাবদাহ অতিবাহিত হচ্ছে।  এতে খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে মারাত্বক বিপাকে। অনেকেই  তীব্র তাপে...

ছোটবেলার যৌন হেনস্তার শিকার হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়

দখিনের সময় ডেস্ক: মিটু বিতর্ককে উসকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। নারীর প্রতি যৌন...

একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বাইডেন

দখিনের সময় ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একবার আত্মহত্যা করেতে চেয়েছিলেন। বিখ্যাত মার্কিন সাংবাদিক হাওয়ার্ড স্টার্নকে সম্প্রতি দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেছেন...

ভারতীয় মশলায় ক্যানসারের উপাদান

দখিনের সময় ডেস্ক: ক্যানসার-সৃষ্টিকারী উপাদানের উচ্চ-মাত্রার উপস্থিতি মেলায় ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মসলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এই নিষেধাজ্ঞার...

Recent Comments