ফারহানা ইয়াসমিন, অতিথি প্রতিবেদক:
জোষ্ঠ্য মাস এলেই চারদিকে আম, কাঁঠালের রমরমা শুরু হয়ে যায় । এবারের জোষ্ঠ্য মাসকে প্রানবন্ত করার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শিক্ষার্থী (সেশন ২০২০-২১) শাহরুল ইসলাম তামিম শুরু করেছেন আমের ব্যবসা । তার বাড়ি মেহেরপুর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামে । সকলেরই জানা আছে, মেহেরপুরে নানান জাতের আম বগান আছে । সেরকম তামিমদেরও আছে । তাদের নিজেস্ব কিছু আম বাগান আছে । একই সাথে কয়েকটি বাগান কিনেছেন । সেখান থেকে তিনি সর্বোচ্চ সাইজের এবং সুমিষ্ট আম সারাদেশে সরবরাহ করছেন ।
গত ২৩ মে থেকে তিনি ক্যাম্পাসের সামনে স্টল দিয়ে আম বিক্রি করা শুরু করেন । স্টলটি ক্যাম্পাস সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের বিপরীত পাশ্বে । তার স্টলের নাম: মিজান- তামিম আম স্টোর । মিজান, তার হলের জুনিয়র । মূলত জুনিয়র এবং বন্ধুদের সহায়তায় তামিম আমের ব্যবসা শুরু করেন । তার কাছে আপাতত হিমসাগর আম পাওয়া যাচ্ছে । প্রতি কেজি ৭০-৭৫ টাকা । এত সুলভ মূল্যে এই আম বরিশালে পাওয়া প্রায় অসম্ভব । প্রতিদিনই ২০০-৩০০ কেজি আম বিক্রি করছেন তামিম ।
তামিম জানিয়েছেন, সে অনেক ছোটবেলা থেকেই পারিবারিক ভাবে এই আম ব্যাবসার সাথে জড়িত । কিন্তু সে নিজে স্টল দিয়ে কখনো এরকমভাবে ব্যাবসা করে নি । এবারই প্রথম স্টল দিয়ে ব্যবসা শুরু করেন । তামিম আরও জানিয়েছেন, একজন নবীন আম উদ্যোক্তা হিসাবে তার লাভ আলহামদুলিল্লাহ, সন্তোষজনক হচ্ছে । উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সারাদেশে কুরিয়ার যোগে আমের সরবরাহ করছেন ।
Post Views:
270