বরিশালে গোয়েন্দা অভিযানে ২২ বোতল ফেন্সিডিলসহ আটক ১ জন
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৪, ২৩:৫৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ বোতল ফেন্সিডিল। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেনের নেতৃত্বে নগরীর নবগ্রাম রোড উদয়ন স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মাদক কারবারি নাম রোকেয়া বেগম (৫৩)। তিনি সাতক্ষিরার দেবহাটা থানাধীন সেকান্দার এলাকার বাসিন্দা মো. খলিলুরের স্ত্রী। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২ বোতল ফেন্সিডিলসহ রোকেয়া বেগমকে আটক করা হয়।