ফিলিস্তিন সংকট ঘিরে মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মত দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে ঘটে যাওয়া ভয়াবহতার ছবি ও ভিডিও দেখে তিনি চরম মানসিক যন্ত্রণা অনুভব করছেন, তবে এর মাঝেও করণীয় নির্ধারণ জরুরি। আজহারি মনে করেন, মুসলিম উম্মাহর দুর্দশার মূল কারণ আত্মপরিচয় বিস্মৃত হওয়া এবং প্রতিক্রিয়া নির্ভরতা।
শুধু বিদেশি পণ্য বয়কট করলেই দায়িত্ব শেষ হয় না—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমরা তাদের ব্র্যান্ড বয়কট করতে পারি, কিন্তু নিজেদের কোনো মানসম্মত ব্র্যান্ড দাঁড় করাতে পারিনি।” আজহারির মতে, প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে মুসলমানদের উচিত নিজস্ব উদ্যোগ, জ্ঞান ও পেশাগত উৎকর্ষে মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, “জ্ঞান-বিজ্ঞানে অগ্রগতি ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না, আর তার জন্য চাই আত্মত্যাগ ও একাগ্রতা।”
আজহারি স্ট্যাটাসে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, শক্তিশালী মুমিনই আল্লাহর কাছে প্রিয়। তিনি সতর্ক করেন, যদি মুসলিম সমাজ শুধু বাহ্যিক প্রতিক্রিয়ায় ব্যস্ত থাকে এবং আত্মউন্নয়নকে অবহেলা করে, তবে এই বিপুল জনসংখ্যাও কোনো কাজে আসবে না। তিনি বলেন, “আমরা আজ অসংখ্য, কিন্তু দুর্বল; যেন স্রোতের টানে ভেসে যাওয়া আবর্জনার মতো।” এই চরম সময়ে আত্মসমালোচনা, প্রস্তুতি ও বাস্তব উদ্যোগই হতে পারে মুসলিম উম্মাহর ভবিষ্যতের জন্য টার্নিং পয়েন্ট।