• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয় দিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০০:২৭ পূর্বাহ্ণ
জয় দিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও  হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। এদিন আফগানদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শান্ত-মিরাজরা।

শনিবার (৯ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৯ বল হাতে থাকতেই ১৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। এতে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ।

রহমত শাহর ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের হাতে। তবে মুহূর্তের মধ্যেই এলোমেলো হয়ে যায় আফগানদের স্কোরকার্ড। ১ রানের ব্যবধানে যে ৩ ‍উইকেট হারায় তারা। আফগানদের ২ উইকেটে ১১৮ রানের দলীয় স্কোর মুহূর্তের মধ্যে দাঁড়ায় ৫ উইকেটে ১১৯ রান।

এ সময় রহমত (৫২) রানআউট হওয়ার আগে ড্রেসিরুমে ফেরেন হাশমতউল্লাহ শাহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। নাসুমের বলে ওমরজাই ‘গোল্ডেন ডাক’ মারার আগে বাউন্ডারি লাইনে মোস্তাফিজের বলে শরিফুলকে ক্যাচ দেন আফগান অধিনায়ক শাহীদি (১৭)।

সেখান থেকে পরে ষষ্ঠ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ম্যাচের হাল ধরেছিলেন মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। তবে ৩৭তম ওভারে শরিফুলকে ৬, ৪ মেরে হাত খুলতে চেষ্টা করা নাইব তালুবন্দি হন তাওহিদ হৃদয়ের হাতে।

ফিরতি ওভারের তৃতীয় বলে নবিকে বোল্ড করে বাংলাদেশের জয়ের পথ প্রশস্ত করেন মেহেদী হাসান মিরাজ। পরে খারোতকে আউট করে বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার করে দেন বাংলাদেশের অফস্পিনার। শেষ দিকে শুধু ১৪ রানের ইনিংস খেলে ব্যবধান কমান রশিদ। পরে আফগানরা ১৮৪ রানে অলআউট হলে ৬৮ রানের জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের সেরা বোলার ২৮ রানে ৩ উইকেট নেওয়া স্পিনার নাসুম।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শান্তর ৭৬ রানের সৌজন্যে ২৫২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ দিকে অবশ্য অভিষিক্ত জাকের আলি অনিকের অপরাজিত ৩৭ আর বাঁহাতি স্পিনার নাসুমের ২৫ রানের অবদানও কম ছিল না। ২৮ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার বাঁহাতি স্পিনার নানগেয়ালিয়া খারোত।