• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১৯:৪৩ অপরাহ্ণ
শুরু ভালো হলেও বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের প্রাক্তন ব্যাটিং কোচ ডেভিড হেম্প মনে করেন, ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও সেটি বড় ইনিংসে রূপান্তরিত করতে না পারার খেসারত দিচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগুয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশ এখন ৩ উইকেট শিকার দূরে একটি বড় পরাজয় থেকে। তৃতীয় দিনের খেলার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১০৯ এবং জয়ের জন্য এখনও ২২৫ রান প্রয়োজন। প্রথম ইনিংসে পশ্চিম ইন্ডিজ ৪৫০ রান সংগ্রহ করে এবং বাংলাদেশকে চাপের মধ্যে ফেলেছে।
হেম্প বলেন, “এটা ব্যাটিংয়ের একটি অংশ, শুরু নেওয়ার পর সেটিকে রূপান্তরিত করা। একবার শুরু করলে, সেটি বড় করতে হবে।” তিনি আরও যোগ করেন, “এটা একটি চলমান প্রক্রিয়া, যেটি একদিনে ঠিক হবে না।” বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি, বিশেষত মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেনের অনুপস্থিতিতে। হেম্প জাকার আলীর পারফরম্যান্সের প্রশংসা করেছেন, যিনি দুটি টেস্টে দুটি ফিফটি করেছেন।
এছাড়া, তিনি বলেন যে, অভিজ্ঞ খেলোয়াড়রা ইনজুরির কারণে খেলতে না পারলেও, তরুণদের জন্য এটা নতুন সুযোগ। “এই খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে কারণ নির্বাচকরা বিশ্বাস করেন তারা পারফর্ম করতে সক্ষম,” বলেছেন হেম্প।