• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটি’, জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ণ
শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটি’, জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কেন্দ্রীয় শহীদ মিনারে আজ ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে এই ঘোষণা আসে। সরকারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কথা জানানোর পর, বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন ছাত্র ও নাগরিক কমিটির নেতারা।
দীর্ঘ আলোচনা শেষে জানানো হয়, আজ ‘মার্চ ফর ইউনিটি কর্মসূচি’ পালন করা হবে। সেখানে, দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেয়ার আহান জানানো হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, সরকারের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হয়েছে; এটিকে স্বাগত জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সংগঠনের মধ্যে কোনো মতভেদ নেই। সংখ্যাগরিষ্ঠ সদস্য যেই মতামত দেন- তার ভিত্তিতেই সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
মুখ্য সমন্বয়কের
ভিন্ন কথা
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন, ‘ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে, গণঅভ‍্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান জানান আবদুল হান্নান মাসউদ। হান্নান বলেন, জুলাই প্রক্লেমেশন (ঘোষণাপত্র) কীভাবে দেয়া হবে, তা মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে জানিয়ে দেয়া হবে।
আবদুল হান্নান মাসউদ  আরও বলেন, ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি নানা চক্রান্ত ছিল, সেটিতে পেরেক ঠুকেছে সরকার। অন্তর্র্বতী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। মঙ্গলবার ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা, এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেয়ার পর সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিবের এই ঘোষণার পর রাতে জরুরি মিটিংয়ে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।