ভারতের ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দ্বিতীয় ওমর আব্দুল্লাহ
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ২০:১১ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ভারতের সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সম্পত্তির নিরিখে বর্তমানে দেশটির ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এদিকে, দ্বিতীয় ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি ৫৫ লাখ রুপি মূল্যের।
মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ রুপি, অর্থাৎ দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় প্রায় সাড়ে সাত গুণ বেশি। এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা।
এডিআরে তথ্য উদ্ধৃত করে বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ১৫ লাখ রুপির সম্পত্তি রয়েছে। ধনীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি রুপির বেশি মূল্যের সম্পত্তি আছে।
তারপরেই রয়েছেন অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু। এই বিজেপি নেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি রুপির বেশি। কংগ্রেস শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মোট সম্পত্তির পরিমাণ ৫১ কোটি রুপির বেশি।
এডিআরের তথ্য বলছে, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লাখ রুপি। ২০২৩-২৪ অর্থবছরে ভারতে মাথা পিছু আয়ের গড় এক লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।