• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অক্সফামে চাকরির সুযোগ: বেতন বছরে ২১ লাখের বেশি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১৬:৪৯ অপরাহ্ণ
অক্সফামে চাকরির সুযোগ: বেতন বছরে ২১ লাখের বেশি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগ দিচ্ছে। ঢাকায় “কান্ট্রি হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার” পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সিকিউরিটি, রিস্ক/ক্রাইসিস ম্যানেজমেন্ট, বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। প্রার্থীদের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্টে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে ঢাকায়। সপ্তাহে ৩৭.৫ ঘণ্টার কাজের বিপরীতে বছরে বেতন হিসেবে প্রাপ্তি হবে ২১ লাখ টাকার বেশি। এর সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিক্যাল সুবিধা, বিমা এবং ছুটির মতো সুযোগ-সুবিধাও থাকবে। যারা হিউম্যানিটারিয়ান অপারেশনে কাজ করেছেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপযোগী।
আবেদন করতে আগ্রহী প্রার্থীরা অক্সফামের ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে “Apply For This Role” বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫। যোগ্যতার মানদণ্ড পূরণ করলে দেরি না করে দ্রুত আবেদন করুন।