• ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আজ (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরে, বাংলাদেশ সময় রাতের দিকে, তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি আবারও হোয়াইট হাউসে ফিরে এসেছেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা ছিলেন।
গত বছরের ৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তার প্রথম মেয়াদ ছিল বিতর্কিত, তবে তার দ্বিতীয় মেয়াদে কী ধরনের পরিবর্তন আসবে, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। ট্রাম্পের নেতৃত্বে আগামী চার বছরে যুক্তরাষ্ট্র কোন দিকে যাবে, তা নির্ধারণ করবে তার প্রশাসনিক পদক্ষেপ ও সিদ্ধান্তগুলো।
শপথগ্রহণের পর ট্রাম্প তার প্রশাসন সাজিয়ে ফেলেছেন, এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নির্বাচনী প্রচারণায় তিনি কঠোর অভিবাসী নীতি এবং গর্ভপাত বিরোধী পদক্ষেপের পক্ষেও কথা বলেছেন, যা তার শপথগ্রহণের পর বাস্তবায়ন করতে হতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্ববাসী বেশ আগ্রহী, বিশেষ করে অভিবাসন ও নারীদের অধিকার সম্পর্কিত তার নীতির প্রতি।