• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ’

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ণ
‘ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ’
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডা. পিনাকী ভট্টাচার্য ‘ছাত্রনেতাদের সামনে কী মহাবিপদ’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। সোমবার (২০ জানুয়ারি) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এ সম্পর্কিত আঠারো মিনিটের একটি ভিডিও পোস্ট করেন । পিনাকী ভট্টাচার্য ভিডিওর শুরুতেই বলেন, বিপ্লব যে বেহাত হবে, আমি ছয় তারিখ থেকে বলা শুরু করেছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেইলগুলো দেখেই বুঝবেন। যেখানে দায় এবং অভিজ্ঞতা থেকে আমি ছাত্রদের নানা পরামর্শ দিচ্ছিলাম।
নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরাও নব্বইয়ের গণঅভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন, আজকের প্রজন্ম শিক্ষা নেয় সে জন্যই বলেছিলাম। আমি বলেছিলাম শুভ দিনের শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রোক্লেম করে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বিপ্লবের সঙ্গে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম। পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরাই আনার দরকার নাই।
আঠারো থেকে আটাশ বছরের ছাত্রদের দিয়ে এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক। সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক- সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি- ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? পিনাকী আরও বলেন, আমি বলেছিলাম, এত নারী অংশ নিলো । তাদের নিয়ে জাতীয় কনভেনশন কর। একটা নারী ঘোষণা তৈরি কর। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে। তারে কনসোলিডেটেড করো। আমি বকেউল্লাহ বকেই গেছি আর ছাত্ররা শোনাউল্লাহ শোনেই গেছে। আহতদের চিকিৎসা, শহীদের অনুদান কোনো কিছুই হচ্ছে না।