• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হোস্টেলে মিললো কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৭:০৫ অপরাহ্ণ
হোস্টেলে মিললো কলেজছাত্রীর ঝুলন্ত লাশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী পুষ্পিতা বিশ্বাসের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হোস্টেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান হাজারীবাগ থানার উপ-পরিদর্শক মো. জব্বার। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পুষ্পিতা ইডেন কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ঘটনার রাতে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। হোস্টেলের অন্য শিক্ষার্থীরাও তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখেনি বলে জানিয়েছেন।নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার বসাক পাড়া গ্রামে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।