• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাট নিয়ে এনবিআরের নতুন সিদ্ধান্ত

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ১৬:৩৭ অপরাহ্ণ
ভ্যাট নিয়ে এনবিআরের নতুন সিদ্ধান্ত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে মোবাইল ফোন, ইন্টারনেট সেবা, ওষুধসহ বেশ কিছু পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, জনগণের ব্যাপক প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, অর্থনীতির ভারসাম্য বজায় রেখে জনগণের ওপর চাপ কমানোর উদ্দেশ্যে ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রথমত, ওষুধ শিল্পে বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে আগের ২.৪ শতাংশে রাখা হয়েছে। এই পদক্ষেপ চিকিৎসা সেবা সহজলভ্য করবে এবং ওষুধের দাম বাড়ার আশঙ্কা কমাবে। দ্বিতীয়ত, মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবায় নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যে এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে। এছাড়া, সাধারণ রেস্তোরাঁয় অতিরিক্ত ভ্যাট বাতিল করা হয়েছে, যা সাধারণ মানুষের খরচ কমাবে।
এছাড়া, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবায় বাড়তি ভ্যাট তুলে নেওয়া হয়েছে। একইভাবে, নিজস্ব ব্র্যান্ডের পোশাক ও নন-এসি হোটেল-রেস্টুরেন্টে ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। দেশের অর্থনীতি ও জনস্বার্থে এনবিআরের এসব পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলবে। এর পাশাপাশি, ভোজ্য তেল, চাল, ডিম, এবং ই-বুক সেবার ওপর করছাড়ের মাধ্যমে জনগণের খরচ কমানো এবং শিক্ষা ও পরিবহন খাতে উন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে।