দখিনের সময় ডেস্ক:
বৈশ্বিক সংকট ও ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠান সংস্কারের অভাবে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
রোববার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, “যেসব সংস্থা আন্তর্জাতিক নীতিনির্ধারণের জন্য গঠিত হয়েছিল, সেগুলো তাদের ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। যারা আইন-কানুন মানে না, তাদের রুখতে কেউ কিছু করতে পারছে না।” করোনা মহামারি বিশ্বকে ঐক্যের গুরুত্ব শিখিয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, “কোভিড-১৯ আমাদের শিখিয়েছে, আমরা যতই উন্নত হই না কেন, সংকট মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতেই হবে। কিন্তু দুঃখজনকভাবে, শান্তির বদলে বিশ্ব আরও বেশি অস্থির হয়ে পড়েছে।”
মোদি আরও বলেন, জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার ভারতের আছে, কারণ দেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে। তার মতে, বর্তমান ১৫ সদস্যের পরিষদ আধুনিক বিশ্বের ভূরাজনৈতিক বাস্তবতাকে আর প্রতিফলিত করে না। গত বছর জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’-এও তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, “সংস্কারই প্রাসঙ্গিকতার চাবিকাঠি।”