• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিন পর শুরু পবিত্র হজ

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:২৮ অপরাহ্ণ
তিন দিন পর শুরু পবিত্র হজ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আর মাত্র তিন দিন পর শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এটি ইসলামের পঞ্চম ও চূড়ান্ত স্তম্ভ। হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ। সাধারণত প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো পালন করা হয়। এই সময়ের মধ্যে হাজিরা মিনা, আরাফাত ও মুজদালিফা—এই তিন পবিত্র স্থানে ধারাবাহিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
এ বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন, ৯ জিলহজ—৫ জুন। ওইদিন লাখো হাজি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে নামাজ আদায় করবেন এবং অংশ নেবেন ঐতিহাসিক খুতবায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই দিয়েছিলেন তাঁর বিখ্যাত বিদায় হজের ভাষণ। এবারের হজে আরাফার খুতবা প্রদান করবেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও ধর্মগুরু শেখ সালেহ বিন হুমাইদ। তাঁকে খুতবা প্রদান করার অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
৬ জুন দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সৌদি ধর্মীয় প্রেসিডেন্সি এবং হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হজযাত্রীদের জন্য প্রস্তুতি চূড়ান্ত করেছে। দেশজুড়ে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা। এবারকার হজ যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সৌদি প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।